মানুষ সাধারণত শান্তি চায়। কিন্তু যখন কেউ আমাদের সঙ্গে অন্যায় করে, আমাদের অনুভূতিকে আঘাত করে বা আমাদের সম্মানকে হুমকির মুখে ফেলে—তখন হৃদয়ের গভীরে এক ধরনের আগুন জন্ম নেয়, যাকে আমরা বলি প্রতিশোধের ইচ্ছে। প্রশ্ন হচ্ছে—মানুষ কেন প্রতিশোধ নিতে চায়? প্রতিশোধ কি শুধু রাগের প্রকাশ, নাকি…